সাতক্ষীরার শ্যামনগরে মৎস্য ঘের নিয়ে দ্বন্দের জেরে কর্মচারি খুন

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা ব্যুরো চীফ: সাতক্ষীরার শ্যামনগর দুই ঘের কর্মচারির মারামারিতে হরিপদ সরকার (৪৫) নামে এক ঘের কর্মচারি নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার রমজাননগর ইউনিয়নের গোলাখালি গ্রামের জনৈক শফি সাহেবের মৎস্য ঘেরে এ ঘটনা ঘটে।

নিহত হরিপদ সরকার গোলাখালী গ্রামের তারাপদ সরকারের ছেলে।

স্থানীয়রা জানান, সাতক্ষীরা শহরের বাগানবাড়ি এলাকার জনৈক শফিকুল ইসলাম ওরফে (নোয়া খাকনর) শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের গোলাখালি গ্রামে একটি মৎস্য ঘের রয়েছে। উক্ত মৎস্য ঘেরে উজ্বল মন্ডল ও হরিপদ সরকার দীর্ঘদিন কর্মচারি হিসাবে কাজ করতেন। বৃহস্পতিবার সকালে উজ্বল ও হরিপদ কথাকাটা কাটির এক পর্যায়ে দুইজন এক অপরকে কিল ঘুষিসহ মারামারিত লিপ্ত হয়। এ সময় উজ্বলের ঘুষির আঘাতে হরিপদ সরকার ঘটনাস্থলেই মারা যান।

রমজাননগর ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন জানান, সকালের দিকে হরিপদ ও উজ্বল মৎস্য ঘেরে কাজ করার সময় দুজন বিতর্ক জড়িয়ে পড়ে। একপর্যায়ে উজ্বল মন্ডল সজোরে হরিপদ সরকারের মুখে ঘুষি মারে। এতে ঘটনাস্থলেই তার মত্যু হয়।

শ্যামনগর থানার ওসি (তদন্ত) আনিছুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসাপাতালের মর্গে প্ররণ করা হয়েছে। তিনি আরো জানান, এ ঘটনায় ঘাতক উজ্বল মন্ডলকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *