সৈয়দ মনির আহমদ >>
জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সোনাগাজী উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বৃহস্পতিবার বিকালে আওয়ামীলীগ কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহাজোট প্রার্থী লেঃ জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরী।
জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সোনাগাজী উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বৃহস্পতিবার বিকালে আওয়ামীলীগ কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহাজোট প্রার্থী লেঃ জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরী।
তিনি বলেন, উন্নয়নের নেত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাকে মহাজোট থেকে মনোনয়ন দিয়েছেন। দীর্ঘদিনের অবহেলিত ফেনীর দক্ষিনাঞ্চলের উন্নয়নে সকলের ভোট ও সার্বিক সহযোগীতা প্রয়োজন। অতিতেও যখন সুযোগ পেয়ে ফেনীর উন্নয়ন ও শান্তির জন্য কাজ করেছি, ভবিষ্যতে করবো। এ আসনে যারা মনোনয়ন প্রত্যাশি ছিলেন সবাইকে সাথে নিয়েই সোনাগাজী – ও দাগনভুঞার উন্নয়নের কাজ করবো।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি রুহুল আমিন’র সভাপতিত্বে এবং যুগ্ন সম্পাদক জহিরুল আলম জহিরের সঞ্চালনায় আরও বক্তব্য সাধারন সম্পাদক ও পৌর মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন, জেলা জাতীয় পার্টির সভাপতি নাজমা আখতার, ভাইস চেয়ারম্যান আজিজুল হক, উপজেলা আ.লীগের সাবেক আহবায়ক মফিজুল হক, সহ সভাপতি আবদুল মজিদ ভুলুমিয়া, মুক্তিযোদ্ধা আবুল কালাম, পৌর আওয়ামীলীগ সভাপতি ইমাম উদ্দিন, উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক শেখ আবদুল হালিম মামুন,
প্রচার সম্পাদক সৈয়দ দীন মোহাম্মদ , মতিগঞ্জ ইউনিয়ন সভাপতি ইসমাইল হোসেন, ইউপি চেয়ারম্যান ইসহাক খোকন, এমএ হোসেন, রবিউজ্জামান, মোশারফ হোসেন মিলন, মোশারফ হোসেন বাদল, মহিলা আ’লীগ সভাপতি জোবেদা নাহার, সাধারন সম্পাদক- শাহীন গনি, উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক নুরুল ইসলাম, ছাত্রলীগ সভাপতি রবিন চৌধুরী প্রমুখ।