নোয়াখালীর পুলিশ সুপার ইলিয়াস শরীফ বিপিএম পদক পেলেন

 

নোয়াখালী প্রতিনিধি : বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম-সেবা) পেয়েছেন নোয়াখালীর পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহের এক অনুষ্ঠানে ইলিয়াছ শরীফকে বিপিএস-সেবা পদক পরিয়ে দেন।

জঙ্গি, সন্ত্রাস, নাশকতা প্রতিরোধ, অবৈধ অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বলিষ্ঠ ভূমিকা পালনের পাশাপাশি মাঠপর্যায়ে কমিউনিটি পুলিশিংয়ের কার্যক্রমে সফলতার জন্য তাকে এ পদক দেয়া হয়।

এর আগে তিনি ২০১৫ সালে প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম) এবং ২০০৭ ও ২০১২ সালে জাতিসংঘ শান্তিপদক পান।

ইলিয়াছ শরীফ ২০০১ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশ বিভাগে যোগদান করেন। ২০০৬ সালে অতিরিক্ত পুলিশ সুপার ও ২০১৩ সালে পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পান তিনি এবং ২০১৪ সালের ২৩ মার্চ নোয়াখালীর পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *