প্রিতম মজুমদার, ইবি
ঢাকা জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে, বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের আয়োজনে “নতুন প্রজন্মের প্রত্যাশা ও বর্তমান বাংলাদেশ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৯ নভেম্বর বিকেলে অনুষ্ঠিত এ সেমিনারে বিশেষ অতিথির বক্তৃতায় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর লেখক ও কলামিস্ট প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী (ড. রাশিদ আসকারী) বলেন, মহান মুক্তিযুদ্ধের আদর্শ এবং বর্তমান সরকারের নানামুখি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের ধারাবাহিকতা রক্ষার্থে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার কোন বিকল্প নেই। এ ক্ষেত্রে তরুণ সমাজের যথেষ্ট ভূমিকা রয়েছে। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা তরুণ সমাজের শক্তির উপর আস্থাশীল এবং তরুণ সমাজও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইনফরমেশন কমিউনিকেশন এন্ড টেকনোলজি কেন্দ্রীক যে উন্নয়ন কার্যক্রম তার উপর আস্থাশীল। ড. রাশিদ আসকারী বলেন, বর্তমান সরকারের যে উন্নয়ন পরিকল্পনা সেটি চুড়ান্তভাবে বাস্তবায়ন করার জন্য তরুণ সমাজের যথেষ্ট ভূমিকা করেছে। তিনি বলেন, আসন্ন নির্বাচনে তরুণ সমাজ অগ্রণী ভূমিকা রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা পূণাঙ্গ ভাবে গড়তে জননেত্রী শেখ হাসিনার পাশে দাঁড়াবে এই প্রত্যাশা রাখি।
সেমিনারে মুখ্য আলোচক ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন এমপি। সেমিনারে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব, সদস্য (সাধারণ অর্থনীতি বিভাগ) অধ্যাপক ড. শামসুল আলম। বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের আহবায়ক অধ্যাপক ড. মীজানুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী (ড. রাশিদ আসকারী) ছাড়াও বিশেষ অতিথি ছিলেন উন্মক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এ মাননান, কলামিস্ট মেজর জেনারেল (অব:) এ কে মোহাম্মদ আলী শিকদার এবং সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট বিভু রঞ্জন সরকার। সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন কলামিস্ট ড. মিল্টন বিশ্বাস।