মােস্তাফিজুর রহমান উজ্জল, ঝিনাইদহ :
ঝিনাইদহে হেলমেট না পরার অপরাধে ১২ মােটর সাইকেল চালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
১১.১২.২০১৭ ইং সােমবার দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সােহেল সুলতান জুলকার নাইন কবির এ দন্ডাদেশ প্রদাণ করেন।
আদালত সুত্রে জানা যায়, সড়ক দুর্ঘটনায় হতাহত থেকে রক্ষা পাওয়া ও মােটর সাইকেল চালকদের সচেতনতা বৃদ্ধির জন্য দুপুরে শহরে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। শহরের মডার্নে আদালত বসিয়ে মােটর সাইকেল চালানাে অবস্থায় হেলমেট ব্যবহার না করার অপরাধে বেশ কয়েকটি মােটর সাইকেল আটক করা হয়। পরে মােটর যান অধ্যাদেশ ১৯৮৩ এর (১৩৭) ধারা মােতাবেক ১২ জন চালককে জরিমানা ও বাকিদের মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। এসময় ৬ টি হেলমেট জব্দ করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আদালতের বিচারক সােহেল সুলতান জুলকার নাইন কবির।
এদিকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরীর করার অপরাধে শহরের মহিলা কলেজপাড়ার তাজ বেকারীর মালিক নুর আলীকে ভােক্তা অধিকার সংরক্ষন আইন-২০০৯ অনুযায়ী ২ হাজার টাকা জরিমানা করেছে আদালত।