তারিক জাহিদ, ঝিনাইদহঃ
গাঁজা সেবনের অপরাধে ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালত ৪ জনকে জেল জরিমানার আদেশ
দিয়েছে। গত শনিবার প্রত্যেক আসামীকে ৩ মাস বিনাশ্রম কারাদন্ড ও ১শ’ টাকা করে জরিমানার আদেশ দেয়া হয়।
দন্ডপ্রাপ্ত আসামীরা হলো- ঝিনাইদহ সদর উপজেলার ২নং মধুহাটি ইউনিয়নের হাজীডাঙ্গা গ্রামের সাবেক মেম্বর মৃত. মোফাজ্জল হোসেনের ছেলে আইনুদ্দিন (৪৫) একই ইউনিয়নের কুবিরখালী গ্রামের বিল্লাল হোসেনের ছেলে
আনোয়ার হোসেন (৩৯) এবং কামতা গ্রামের শমসেরের ছেলে সদর আলি (৩৫) এবং কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের তালসার গ্রামের আলী মোল্লার ছেলে মোল্লা শাহজাহান (৫০)।