ফেনীতে আওয়ামী আইনজীবী ফোরামের নতুন নেতৃত্ব ইব্রাহীম ভূঞা ও ফারুক

ফেনী প্রতিনিধি :

ফেনীতে আওয়ামীলীগ সমর্থিত আইনজীবীদের সংগঠন ‘সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ’ নতুন করে সাজানো হয়েছে। জেলা আইনজীবী সমিতির সাবেক দুই সভাপতিকে শীর্ষ নেতৃত্বে আসীন করে কমিটি গঠন করা হয়েছে। মো: ইব্রাহিম ভূঞা নবগঠিত পরিষদ সভাপতি ও এএসএম আনোয়ারুল করিম ফারুক সাধারণ সম্পাদক হয়েছেন।

বুধবার জেলা আইনজীবী সমিতি ভবনের দ্বিতীয় তলায় পরিষদের বিশেষ সভায় তাদের নির্বাচিত ঘোষনা করা হয়। পরিষদের আহবায়ক মো: ই্রবাহিম ভূঞার সভাপতিত্বে ও শাহজাহান সাজুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পিপি হাফেজ আহম্মদ, জিপি প্রিয়রঞ্জন দত্ত, ফরিদ আহম্মদ হাজারী, ফয়েজুল হক মিল্কী, নুর হোসেন, মাহফুজুল হক, সৈয়দ আবুল হোসেন, রাশেদ মাযহার, গাজী তারেক আজিজ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *