ষ্টাফ রিপোর্টার:
বিনা শুল্কে চোরাচালানের মাধ্যমে ভারতে থেকে নিয়ে আসা ১২” কেজি কয়লা চালঅন জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)।
সোমবার বিকেলে জব্দ তালিকা শেষে সুনামগঞ্জ কাষ্টমসে কয়লার চালানটি হস্তান্তর করা হয়েছে।
সোমবার সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাাটালিয়ন বিজিবি অধিনায়ক লে. কর্ণেল মো. মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাাটালিয়ন বিজিবি’র মিডিয়া সেল জানায়, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিজিবির টেকেরঘাট কোম্পানী সদরের টহল দল বড়ছড়া শুল্ক ষ্টেশন হতে বিনা শুল্কে নিয়ে আসা ৭৫০ কেজি চোরাই কয়লার একটি অবৈধ চালান জব্দ করে রবিবার।
একই দিন রাতে সীমান্তের লাকমা গ্রামের লাকমা ছাড়া হতে বিজিবির অপর একটি টহল দল আরো ৫০০ কেজি চোরাই কয়লার একটি চালান জব্দ করেছে,।,