স্টাফ রিপোর্র্ট:
বিনা শুল্কে চোরাচালানের মাধ্যমে ভারতে থেকে নিয়ে আসা পাথর বোঝাই ষ্টিল বডি (বলগেট) সহ প্রায় পৌনে ১ কোটি টাকার মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)।
সোমবার বিকেলে জব্দ তালিকা শেষে সুনামগঞ্জ কাষ্টমসে কয়লার চালানটি হস্তান্তর করা হয়েছে।
সোমবার সন্ধায় সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাাটালিয়ন বিজিবি অধিনায়ক লে. কর্ণেল মো. মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাাটালিয়ন বিজিবি’র মিডিয়া সেল জানায়, সুনামগঞ্জ সদর উপজেলার ধোপাজান চলতি নদীর নৌ সীমানা অতিক্রম করে বিনা শুল্কে পাথরের চালান এপারে নিয়ে আসার পর ব্যাটালিয়নের ডলুরা বিজিবির বিওপির টহল দল ২০০০ ঘনফুট চোরাই পাথর সহ ষ্টিলবডি (বলগেট) ট্রলারটি জব্দ করে রবিবার।
এরপরপর জব্দ তালিকা শেষে সোমবার বিকেলে পাথর ও ষ্টিলবডি ট্রলারটি সুনামগঞ্জ কাষ্টমসে হস্তান্তর করা হয়।
বিজিবি মিডিয়া সেল আরো জানায়, জব্দকৃত পাথর, ট্রলারের আনুমানিক মুল্য প্রায় ৭৪ লাখ ৫০ হাজার টাকা। ,