ফেনী’ প্রতিনিধি :
ফেনীর সোনাগাজী উপজেলার বিষ্ণুপুর গ্রামে চা দোকানির ঘরে ডাকাতি ও এক মাদ্রাসা পড়ুয়া ছাত্রী (১৬)কে ধর্ষনের মামলায় আরো দুই আসামি আদালতে স্বীকারোক্তি মুলক জবানবন্দি দিয়েছে।
তারা হলেন, মজলিশপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের আবুল বাশারের ছেলে সালাউদ্দিন (৩৪) ও একই গ্রামের শহীদ উল্লাহর ছেলে মনির হোসেন (২৫)।
সোনাগাজী মডেল থানার মোহাম্মদ সাজেদুল ইসলাম বাংলারদর্পন কে জানান,চর মজলিশপুর ইউনিয়নে আলোচিত ডাকাতি ও ধর্ষনের ঘটনায় মোঃ সালাউদ্দিন ও মোঃ মনির হোসেন কে বুধবার রাতে আটক করা হয়।
বৃহষ্পতিবার সকালে ফেনী’ আদালতে সোপর্দ করা হলে উভয়ে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত উক্ত মামলায় ৬ জন আসামীর মধ্যে ৪ জন আসামীকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
এর আগে, স্বর্ণালংকার না পেয়ে মাদ্রাসায় পড়ুয়াকে ধর্ষণ করেছে বলে স্বীকার করেছে ঘটনায় জড়িত একই এলাকার জোবায়ের ইসলাম সোহাগ। সে গত মঙ্গলবার (২৮এপ্রিল) ফেনীর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
প্রসঙ্গত: গত ২৩এপ্রিল ( বৃহস্পতিবার) দিবাগত রাতে উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের কুঠিরহাটের পাশে বিষ্ণুপুর এলাকায় এক ব্যবসায়ীর ভাড়া বাসায় হানা দেয় ৮-৯ জন মুখোশধারী সশস্ত্র ডাকাত। ডাকাতরা বাড়ির দরজার ছিটকিনি ভেঙ্গে ভেতরে ঢুকে কাপড় দিয়ে হাত-পা বেঁধে অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে ফেলে। এসময় ঘরে সামান্য টাকা ছাড়া স্বর্ণালংকার না পেয়ে ডাকাতদলের এক সদস্য ওই ব্যবসায়ীর মেয়েকে ঘরের অন্য একটি কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষন করে।
বাংলারদর্পন।