ফেনী প্রতিনিধি:
ফেনীর ফুলগাজীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মাদক ব্যবসায়ীদের হামলায় এক আনসার সদস্য নিহত হয়েছে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সোহেল রানাসহ ৩ জন আহত হয়েছে। বুধবার মধ্যরাতে উপজেলার বদরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
সুত্র জানায়, ওই সময় ভারতীয় সীমান্তবর্তী এলাকা ফুলগাজী উপজেলার বদরপুরের খানা বাড়ীতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।এসময় কয়েকজন মাদক বিক্রেতাকে মাদকসহ হাতেনাতে ধরে ফেলে আদালত ।এখবর পেয়ে স্থানীয় মাদক বিক্রেতারা সংজ্ঞবদ্ধ হয়ে ভ্রাম্যমাণ আদালতের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে কয়েক রাউন্ড গুলি ছুড়ে।সংঘর্ষে আনসার সদস্য নওশের আলী নিহত হয় বলে একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করলেও পুলিশের পক্ষ থেকে তা অস্বীকার করা হয়।
এসময় মাদক বিক্রেতাদের হামলায় ম্যাজিস্ট্রেট সোহেল রানাসহ ৩ জন গুরুতর আহত হয়।অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর আহত নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোহেল রানা জানান, অভিযানে সহযোগীদের রক্ষা করতে গিয়ে তিনি হামলার শিকার হয়েছেন।
ফুলগাজী থানার পরিদর্শক এস এম মোর্শেদ জানান, নিখোঁজ আনসার সদস্যের খোঁজে রাতেই ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ, বিজিবি ও র্যাব সদস্যরা বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়েছে।