বার্সেলোনা থেকে মুজিবুর রহমান >>>
প্রবাসি দিরাই বাসীর প্রানের সংগঠন দিরাই উপজেলা এসোসিয়েশন বার্সেলোনা স্পেন। সমাজের সেবা করার লক্ষ উদ্দেশ্য নিয়ে গড়ে উঠা সংগঠনে কার্যকরি কমিটির সর্বসম্মতি ক্রমে কমিটিতে সভাপতি আবু ফজল ছায়েম, সাধারন সম্পাদক আরফ আলী, এবং জাকারিয়া তালুকদারকে সাংগঠনিক সম্পাদক- করে ২৩ সদস্য কার্যকরি কমিটি ঘোষনা করা হয়েছে।
সভাপতি আবু ফজল ছায়েম বলেন আমি যেন এই গুরুত্বপূর্ণ দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি আমার জন্য সবাই দোয়া করবেন। দিরাই উপজেলা সহ সামাজিক নানা কর্মকান্ডে আমি এবং আমার কমিটি যেন ইতিবাচক ভুমিকা রাখতে সক্ষম হই।
পরিশেষে দিরাই উপজেলার সকল সদস্য বৃন্দদের কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বার্সেলোনা এবং বিশ্বের সব যায়গায় ছড়িয়ে থাকা দিরাই বাসীসহ সকলের নিকট দোয়া চেয়েছেন। বাংলারদর্পন