টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে সর্ব ইউরোপিয়ান আওয়ামী সোসাইটির শ্রদ্ধাঞ্জলি

নিজস্ব প্রতিবেদকঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে সোমবার বিকালে টুঙ্গীপাড়ায়  বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন ‘সর্ব ইউরোপিয়ান আওয়ামী সোসাইটির (যুক্তরাজ্য) সভাপতি এডভোকেট .টি.এম. জানে আলম (বুলবুল)।

 

এসময় বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর পরিবারসহ সকল শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা,  প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং দেশবাসীর জন্য দোয়া মোনাজাত করা হয়। এবং বঙ্গবন্ধুর স্মরনে এক মিনিট দাড়ীয়ে নিরবতা পালন করা হয়।

 

সংগঠনের সভাপতি এডভোকেট. টি.এম জানে আলমের নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন এডভোকেট জাহাঙ্গীর আলম, হাজী মো: জাহাঙ্গীর আলম, সেলিনা পারভিন, কানিজ ফাতেমা, নাজমা আলম, ডা: নিশাত জাহান, হাজী হাবিবুর রহমান উকিল, মো:জুয়েল, শেখ আবু তালেব, মাওলানা বাবুল মিয়া।

 

 

এসময় নেতাকর্মীরা জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ ইউরোপিয়ান  প্রবাসী বাঙালীর নতুন প্রজন্মের নিকট ছড়িয়ে দেয়া এবং বঙ্গবন্ধুর আদর্শের সোনার বাংলা বিনির্মানে  প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আওয়ামী লীগের পাশে থেকে সংগঠনিক কর্মকান্ড চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

 

সম্পাদনায় : সৈয়দ মনির আহমদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *