প্রতিবেদকঃ
ফেনীর আলোচিত জেলা আওয়ামীলীগ নেতা আজহারুল হক আরজুকে তিনটি রাজনৈতিক শর্ত দিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক- নিজাম উদ্দিন হাজারী এমপি।
১০জুন দুপুরে জয়নাল হাজারীর ভাই কামাল হাজারীর জানাজায় মাস্টার পাড়ায় দেখা হলে চায়ের আড্ডায় মিলিত হন দুই নেতা।
এসময় আরজুকে ভবিষ্যত রাজনীতির দিক নির্দেশনা ও তিনটি শর্ত দেন এমপি নিজাম হাজারী।
এমপি বলেন, নেতৃত্বদান করেন উপরওয়ালা, আর আওয়ামীলীগের নেতৃত্ব দিতে হলে ধৈর্য্যের প্রয়োজন। স্রষ্টা এবং অাওয়ামীলীগের নীতিনির্ধারকগণ ধৈর্যশীলদের পছন্দ করেন তাই তোমাকে তিনটি শর্ত মেনে ধৈর্য্য ধরতে হবে।
শর্তগুলো হল : ★ কোনভাবে আওয়ামীলীগ ও অা’লীগের নেতাকর্মীদের বিরোধীতা করা যাবেনা। ★★ আওয়ামীলীগ ও আওয়ামীলীগ নেতাদের বিরোধি কারো সাথে আতাত করা যাবেনা। ★★★ আওয়ামীলীগ নেতাদের বিরুদ্ধে কোথাও কোন প্রকার অপপ্রচার, প্রতিহিংসা ও অভিযোগ করা যাবেনা।
এসব শর্ত মেনে ধৈর্য্যধারন করলে এক সময় যোগ্য পদে পদায়ন হতে পারবে।
১০ জুন দুপুরে দুই নেতাকে একসাথে চায়ের অাড্ডায় তিন আঙ্গুল প্রদর্শনের দৃৃশ্য দেখে এমন কাল্পনিক মন্তব্য করেন অজস্র নেতা-কর্মী। বাংলারদর্পন