ফেনী প্রতিনিধি :
ফেনীর ফুলগাজী উপজেলার পুরাতন মুন্সিরহাটে একটি বন্দুক ও ১৫৭ পিচ ইয়াবাসহ রাসেল নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি রঞ্জিত কুমার দাস বলেন,গতরাতে (২৫আগস্ট) এসআই মোঃ শেখ আবুল ফারুক সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে পুরাতন মু্ন্সিরহাট বাজারস্থ সেলিম মেম্বারের ডিপার্টমেন্টাল ষ্টোর এর সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে মোঃ রাসেল(২৮) কে আটক করেন। সে পশ্চিম দরবারপুর গ্রামের আবুল খায়েরের ছেলে।
এসময় তার দেহ তল্লাশী করে একটি একনলা বন্দুক ও ১৫৭ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন ও অবৈধ অস্ত্র আইনে মামলা রুজু করে আদালতে প্রেরন করা হয়েছে।