ফেনী প্রতিনিধি:
রোটার্যাক্ট ক্লাব অব ফেনী সিটির ২০২০-২১ সালের কমিটি গঠিত হয়েছে। কমিটিতে প্রেসিডেন্ট পদে ওমর শাহাদাত তানভীর ও সেক্রেটারী পদে সাজ্জাদ হোসেন শুভ নির্বাচিত হয়েছেন।
বুধবার শহরের একটি মিলনায়তনে ক্লাবের সদস্যদের উপস্থিতিতে আয়োজিত এক অনুষ্ঠানে এই কমিটি ঘোষনা করেন রোটারী ক্লাব অব ফেনী সিটির সাবেক সভাপতি ও রোটার্যাক্ট ক্লাব অব ফেনী সিটির আরসিসি ইঞ্জিনিয়ার জানে আলম ভূঞা ফারভেজ।
কমিটির ভাইস প্রেসিডেন্ট পদে আবু বকর সিদ্দিক ডালিম, আবদুল মজিদ সোহাগ, জয়েন্ট সেক্রেটারী আবদুল আজিজ শাকিল, ট্রেজারার আরাফাত হোসেন সোহান, ক্লাব সার্ভিস ডিরেক্টর মাঈন উদ্দিন ইফতেখার, কমিউনিটি সার্ভিস ডিরেক্টর তারিকুল ইসলাম জিহাদ,
প্রফেশনাল সার্ভিস ডিরেক্টর মাজহারুল করিম পাবেল, ইন্টারন্যাশনাল সার্ভিস রিরেক্টর সাইফুল্লাহ মামুন, ফিন্যান্স সার্ভিস ডিরেক্টর কামরুল ইসলাম, সার্জেন্ট সাহেদুল ইসলাম, জয়েন্ট সার্জেন্ট রফিকুল ইসলাম, এডিটর ইমাম হোসেন ও জয়েন্ট এডিটর মহিন উদ্দিন নির্বাচিত হন। বাংলারদর্পন