সোনাগাজী (ফেনী) প্রতিনিধি :
সোনাগাজীর মঙ্গলকান্দি ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে আইসোলেশন কেন্দ্র ও বখতারমুন্সী শেখ শহীদুল ইসলাম ডিগ্রি কলেজকে হাসপাতালের স্টাফদের জন্য কোয়ারেন্টাইন এলাকা ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। একই সাথে কলেজ মিলনায়তনে স্বাস্থ্য বিভাগের স্টাফ ও রোগীদের জন্য খাবার এর ব্যবস্থা করা হবে। শনিবার সকালে ওই হাসপাতাল ও কলেজ পরিদর্শনকালে এ তথ্য নিশ্চিত করেন উপজেলা নির্বাহী অফিসার অজিত দেব।
এসময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. উৎপল দাস ও প্রকল্প কর্মকর্তা আল নোমান উপস্থিত ছিলেন।
নির্বাহী অফিসার অজিত দেব বাংলারদর্পনকে বলেন , মঙ্গলকান্দি ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে কোভিড ১৯এ আক্রান্তদের জন্য আইসোলেশন কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এবং আক্রান্তদের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক ও সেবিকাদের সুবিধার্থে নিকটবর্তি বখতারমুন্সী শেখ শহীদুল ইসলাম ডিগ্রি কলেজে কোয়ারেন্টাইন এলাকা ঘোষনা করা হয়েছে। সেখানেই রোগি এবং চিকিৎসায় নিয়োজিতদের জন্য খাবারের ব্যবস্থা করা হবে।
উল্লেখ্য , ফেনীসহ সোনাগাজী এলাকায় এখনো করোনায় আক্রান্ত রোগি পাওয়া যায়নি। তবে বিদেশ ফেরত ৭৪জন হোম কোয়ারেন্টাইন শেষ করেছেন, বর্তমানে সকলেই সুস্থ আছেন। > বাংলারদর্পন