করোনায় গৃহবন্দি রামগড়ের প্রত্যন্ত এলাকায় ৩১০ পরিবারকে নাছিমা আহসানের উপহার

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি :

খাগড়াছড়ির রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের ৩১০ পরিবারকে বিশিষ্ট সমাজসেবিকা নাসিমা আহসান নীলার উপহার সামগ্রী বিতরণ করেন তার স্বামী রামগড় পৌরসভার প্যানেল মেয়র -১ আহসান উল্ল্যাহ,।

এ সময় আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সদস্য বেলায়েত হোসেন, পাতাছড়া ইউনিয়ন শাখার সভাপতি আব্দুল আলিম দুলাল সহ রামগড় উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,।

আজ শনিবার সকাল ৯ টায় মাহবুব নগর হতে উপহার বিতরণ শুরু করে থলিবাড়ী, পাতাছড়া, নাকাপা,রসুল পুর,মধুপুর, তৈচাকমা থলিপাড়া,দাতারাম পাড়া,চাঁদপাড়া, চাষীর টিলা,বেলছড়ি গৈয়াপাড়া, সুদূর খিল ও বালুখালিতে পৌঁছিয়ে দেওয়া হয়।

উল্লেখ্য নাছিমা আহসান নীলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে গত উপজেলা পরিষদ নির্বাচনে আংশগ্রহন করে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *