সোনাইমুড়ীতে ইতালি প্রবাসীর মৃত্যুতে করোনা শনাক্ত, ৩২ সদস্য কোয়ারেন্টাইনে

সোনাইমুড়ী প্রতিনিধি,নোয়াখালী :
করোনাভাইরাসের লক্ষণ নিয়ে নোয়াখালীর সোনাইমুড়িী উপজেলায় ইতালি প্রবাসী যুবক মোরশেদ আলমের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যুর পর তার বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।

সোনাইমুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা টিনা পাল জানান, উপজেলার সোনাপুর ইউনিয়নের পশ্চিম চাঁদপুর গ্রামের ইতালী প্রবাসী ওই ব্যক্তি গত ৫ মাস আগে দেশে ফেরেন। কিছুদিন আগে তার জ্বর ও শ্বাসকষ্ট দেখা দিলে স্থানীয় পল্লী চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী বাড়িতে চিকিৎসা চালান।

“বুধবার বিকালে অবস্থার অবনতি হলে স্বজনরা তাকে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।”

মৃত মোরশেদ আলম উপজেলার সোনাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড পশ্চিম চাঁদপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে।

নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফরিদ উদ্দিন চৌধুরী জানান, তার ফুসফুস ঠিকভাবে কাজ করছিল না বিধায় তাকে ঢাকায় পাঠানো হয়।

জেলা সিভিল সার্জন ডা. মোমিনুর রহমান জানান, মৃতের মরদেহ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রেখে নমুনা সংগ্রহ করা হয়েছে।

রিপোর্টে করোনা পজেটিভ হলে ঢাকায় তার দাফন হবে আর নেগেটিভ হলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

সোনাইমুড়ী উপজেলা নির্বাহী অফিসার টিনা পাল জানান, সন্ধ্যা ৭টায় ওই প্রবাসীর বাড়ি লকডাউন করে লাল পতাকা উত্তোলন করা হয়েছে।
শনিবার জেলা সিভিল সার্জন জানান, মৃতের মরদেহ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রেখে নমুনা সংগ্রহ করা হয়েছে সেখান থেকে জানানো হয়েছে তিনি কারোনায় শনাক্ত, বর্তমানে তার পরিবারের ৩২ সদস্যকে কোয়ারেন্টাইন রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *