ফেনীতে লক্ষাধিক ইয়াবাসহ তিন মাদক বিক্রেতা গ্রেপ্তার : প্রাইভেটকার জব্দ | বাংলারদর্পণ

ফেনী প্রতিনিধি
ফেনীতে বিপুল পরিমাণ ইয়াবা বড়িসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৭ ফেনী’ ক্যাম্পের টহল দল।

সোমবার (৫ এপ্রিল) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় পৌর এলাকার রামপুরস্থ তাজ ফার্মেসী সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেক পোস্ট বসিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার জেলপাড়া এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে মো. ওবায়দুর রহমান সাবু মণ্ডল (৩৫) ও ছেলের বউ ববি আক্তার (৩২), কক্সবাজারের নোমানিয়াচড়া এলাকার মৃত হোসেন আহম্মেদের ছেলে মো. কায়েস (২৫)।

এ সময় তাদের ব্যবহৃত প্রাইভেটকার তল্লাশি করে এক লাখ ৭ হাজার ৭শ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয় এবং গাড়িটি জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৫ কোটি ৩৮ লাখ ৫০ হাজার টাকা।

ফেনীস্থ র‌্যাব-৭ এর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মো. জুনায়েদ জাহেদী জনান, সন্দেহজনক প্রাইভেটকারটি থামানোর সংকেত দিলে না থামিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ধাওয়া করে তাদের আটক করা হয়।

তিনি আরও জানান, আটককৃত আসামি এবং জব্দকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলারদর্পণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *