বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল রিসার্স সেন্টার ইউকে’র শুভ উদ্বোধন’ | বাংলারদর্পণ

গোলাম ফারুক, লন্ডন :
৪এপ্রিল ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল রিসার্স সেন্টার ইউ-কের শুভ উদ্বোধন করা হয়েছে।

বিশিষ্ট শিক্ষাবিদ ও মাননীয় প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্মানিত উপদেষ্টা ড: গওহর রিজভী আনুষ্ঠানিক ভাবে বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল রিসার্স সেন্টার ইউকের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ,বীর মুক্তিযোদ্ধা ,যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য আয়ারল্যান্ড এবং লাইবেরিয়ার মান্যবর হাই কমিশনার সায়ীদা মুনা তাসনীম , বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর শিবলী রুবায়েত উল ইসলাম (চেয়ারম্যান, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বাংলাদেশ) ,যুক্তরাজ্য আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আবুল হাশেম , যুক্তরাজ্য আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক , আব্দুল আহাদ চৌধুরী (অর্গানাইজিং সেক্রেটারি ইউকে আওয়ামীলীগ), হাসান ইকবাল , (জেনারেল সেক্রেটারি ,ইতালি আওয়ামী লীগ) ,আতিয়ার রসূল কিটন (সাবেক প্রেসিডেন্ট ইতালি যুব লীগ’), অ্যাডভোকেট টি এম জানে আলম প্রেসিডেন্ট- সর্ব ইউরোপিয়ান আওয়ামী সোসাইটি।

হাসিব চৌধুরী ও রহমান হাসান এর সঞ্চালনায় ভার্চুয়াল অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ড: বি এম রাজ্জাক।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ড: সামসুন নাহার ,ড: মুহাম্মদ শরীয়াত উল্লাহ ,ড: আজিজুর রহমান , ড: আসাদুজ্জামান খান , ড: ইমতিয়াজ মোস্তাফিজ , ড: অনুপম মজুমদার ,প্রফেসর মোহাম্মদ আবুল কালাম (ACCA) ,প্রফেসর তাসনিম আহমেদ।

ড: গওহর রিজভী তার বক্তব্যে বলেন ,বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের সম্পদ নয় ,তিনি হচ্ছেন সমস্ত বিশ্বের সম্পদ ,তাঁর সম্পর্কে অনেক কিছু গবেষণার প্রয়োজন রয়েছে , আন্তর্জাতিক জার্নালে বঙ্গবন্ধু সম্পর্কে খুব বেশি আর্টিকেল না থাকায় এই ধরণের প্রতিষ্ঠানের গুরুত্ব আরোপ করেন।

প্রফেসর শিবলী রুবায়েত উল ইসলাম আশাবাদ রেখে বলেন, বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল রিসার্স সেন্টার ইউ-কে নতুন প্রজন্মের জন্য হবে একটি আদর্শিক প্রতিষ্ঠান, তিনি এই প্রতিষ্ঠানটির সার্বিক মঙ্গল কামনা করেন।

যুক্তরাজ্য আয়ারল্যান্ড এবং লাইবেরিয়ার হাই কমিশনার সায়ীদা মুনা তাসনীম তাঁর বক্তব্যে বলেন , এই প্রতিষ্ঠানটির যে কোন কার্যক্রমে তিনি সব সময় সহযোগিতা করে যাবেন , সুলতান মাহমুদ শরীফ বলেন বঙ্গবন্ধু ছিলেন মানবতাবাদী নেতা তাঁর সম্পর্কে বিভিন্ন ভাবে গবেষণার প্রয়োজন রয়েছে , এই প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক হিসেবে তাঁর পক্ষে যতটুক সম্ভব কাজ করে যাবেন।

প্রফেসর আবুল হাশেম বলেন বঙ্গবন্ধুর জীবন নিয়ে বুদ্ধিবৃত্তিক চিন্তার বিকাশ ঘটাতে এই প্রতিষ্ঠানটির গুরুত্ব অপরিসীম।

সৈয়দ সাজিদুর রহমান ফারুক তাঁর বক্তব্যে বলেন বঙ্গবন্ধুর অসম্প্রদায়িক চেতনার প্রসার বিশ্বময় ছড়িয়ে দিতে সব সময় তিনি প্রস্তুত আছেন । আব্দুল আহাদ চৌধুরী বলেন তিনি এই প্রতিষ্ঠানের সাথে যে কোনো প্রয়োজনে সব সময় পাশে থাকবেন।

বক্তব্য রাখেন ,আতিয়ার রাসূল কিটন এই প্রতিষ্ঠানটির মঙ্গল কামনা করেন, অ্যাডভোকেট জানে আলম এই প্রতিষ্ঠানটির প্রজনীয়তার গুরুত্ব আরোপ করেন। হাসিব আহমেদ চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে সমাপনী বক্তব্যে ড: রাজ্জাক সকলে ধন্যবাদ সহ বঙ্গবন্ধু রিসার্স সেন্টার এর ওয়েব সাইট এর নাম প্রকাশ করেন। বাংলারদর্পণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *