অাবদুল্যাহ রিয়েল :
ফেনীতে আবুল কালাম (৩০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করছে পুলিশ। সোমবার বিকালে ফেনী পৌরসভার ৮নং ওয়ার্ডের বারাহীপুরে রেললাইনের পার্শ্বে এ মরহেদটি উদ্ধার করে ফেনী মডেল থানা পুলিশ।
পুলিশ জানায় , বিকাল ৫ টার দিকে বারাহীপুরে রেললাইনের পার্শ্বে একটি গাছের ডালে আবুল কালামের (৩০) লাশ ঝুলতে দেখে এলাকাবাসী পুলিকে খবর দেয়। পরে মরদেহটি উদ্ধার করে ফেনী সদর হাসপালের মর্গে প্রেরণ করে।
নিহতের পকেট থেকে একটি ছিরকুট পাওয়া যায় যাতে লিখা ছিল সে দাগনভূইয়া উপজেলার বারাহীগুনির কাজী বাড়ির ছেলে। ফেনী মডেল থানা পুলিশের এসআই এমরান হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।