চকবাজারে অগ্নিকাণ্ডে নিহত ৩ জনের লাশ ফেনীতে দাফন সম্পন্ন

ফেনী প্রতিনিধি >>>

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে বুধবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের নিহত সুজাউল হক ও ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিউনের ইব্রাহীম ও আনোয়ারের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল ১০টায় গোয়ালিয়া ও নেয়ামতপুর গ্রামে আলাদা আলাদা নামাজে জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

 

ঢাকা থেকে ভোররাতে লাশ তিনটি গোয়ালিয়া ও নেয়ামতপুর গ্রামে এসে পৌছলে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। এসময় স্বজনদের আহাজারিতে চোখের পানি ধরে রাখা কষ্ঠসাধ্য হয়ে পরে উপস্থিত সকলের।

 

সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের গোয়ালিয়া গ্রামের আযু মিয়ার ছেলে সুজাউল হক চকবাজারে ঐ ভবনের সিকউরিটি ম্যান হিসেবে কাজ করতেন আর ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিউনের নেয়ামতপুর গ্রামের আজিজুল হকের ছেলে ও সুজাউল হকের জামাতা মো. ইব্রাহীম এবং সাদেক ভূঞার ছেলে আনোয়ার ভূঞা চকবাজারে দীর্ঘ দিন যাবৎ প্লাস্টিক কারখানার সামনে পান বিক্রি করতেন।

 

চকবাজারের স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডে তারা তিনজনই নিহত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *