মিরসরাইয়ে করোনা প্রতিরোধে ইউপি চেয়ারম্যান নয়ন’র নানা উদ্যোগ > বাংলারদর্পন

মিরসরাই প্রতিনিধি ;
মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে নানা উদ্যোগ নিয়েছেন মিরসরাই উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন। ইতিমধ্যে সড়কে ব্লিচিং পাউডার মেশানো পানি ছিটিয়েছেন। এছাড়া ১০ হাজার সাবান ও মাস্ক বিতরণ করা হয়েছে। জনসচেতনতায় ১২ হাজার প্রচারপত্র বিলি করা হয়েছে এবং গত ১০ দিন ধরে ইউনিয়নের বিভিন্ন গ্রামে গ্রামে মাইকিং করা হচ্ছে।

ঘরে থাকুন , সুস্থ থাকুন , প্রিয় বাংলাদেশকে নিরাপদ রাখুন > প্রধানমন্ত্রী।

উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নয়ন বুধবার (২৫ মার্চ) বারইয়ারহাট-
খাগড়াছড়ি ও করেরহাট-ছাগলনাইয়া সড়কে ব্যক্তিগত উদ্যোগে নিজ হাতে পানি ছিটিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসীম, সাধারণ সম্পাদক শেখ সেলিম উপস্থিত ছিলেন।

এনায়েত হোসেন নয়ন বলেন, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছুই নেই। সচেতনতাই করোনা ভাইরাস প্রতিরোধ করতে পারে। এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রত্যেকেই সতর্কতার অংশ হিসেবে মুখে মাস্ক ব্যবহার করা, গণপরিবহন ও ময়লা পোশাক এড়িয়ে চলা, পর্যাপ্ত পানি পান করা, ঘরে ফিরে হ্যান্ডওয়াশ দিয়ে ভালো করে হাত ধোয়াসহ সকল জনসাধারণকে ১৫ দিন বাড়িতে থাকার জন্য অনুরোধ করছি।

তিনি আরো বলেন, আমার ব্যক্তিগত উদ্যোগে ইউনিয়নের প্রধান প্রধান সড়কে ব্লিচিং পাউডার মেশানো পানি ছিটানো
হচ্ছে। করেরহাট ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দের সহযোগিতায় সমাজের বিভিন্ন শ্রেনীর মানুষের মাঝে ১০ হাজার সাবান ও মাস্ক বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাসে জনসচেতনতায় ১২ হাজার প্রচারপত্র বিলি করা হয়েছে এবং গত ১০ দিন ধরে ইউনিয়নের বিভিন্ন গ্রামে গ্রামে মাইকিং করা হচ্ছে। বাংলারদর্পন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *