সৈয়দ মনির আহমদ :
ফেনীর সোনাগাজীতে মাসুদ চৌধুরীর সমর্থণে উপজেলা অাওয়ামীলীগের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ফেনী বিশ্ববিদ্যালয় ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ নাসিম বলেন, সকল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় জেনারেল মাসুদ চৌধুরীকে মনোনয়ন দিয়েছেন দেশরত্ন শেখ হাসিনা।
উন্নয়নের নেত্রী শেখ হাসিনার সম্মানার্থে জেনারেল মাসুদ চৌধুরীকে বিজয়ি করতে হবে। দাগনভুঞা ও সোনাগাজী বাসীর উদ্দেশ্যে তিনি বলেন, শেখ হাসিনার পছন্দের প্রার্থী মাসুদ চৌধুরীকে লাঙ্গলে ভোট দিলে এ অঞ্চলের সার্বিক উন্নয়ন হবে।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাবেক সাংসদ এবিএম তালেব আলী, হৃদয়ে নৌকা ধারন করেই উন্নয়নের জন্য লাঙ্গলে ভোট দিবেন। ৫বছর শান্তিতে থাকবেন।
বিশেষ অতিথির বক্তব্যে নিজাম হাজারী এমপি বলেন, ফেনী-৩ আসনে সর্বাধিক যোগ্য ব্যাক্তিকে মহাজোট থেকে মনোনয়ন দিয়েছেন। তাকে নির্বাচিত করলে এ অঞ্চলের ভাগ্যের পরিবর্তন হবে।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ফেনী-৩ আসনে মহাজোটের প্রার্থী মাসুদ চৌধুরী বলেন, মহাজোট নেত্রী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছেন, অা’লীগের সাধারন সম্পাদক- ওবায়দুল কাদের, নিজাম উদ্দিন হাজারী এমপির নির্দেশনায় সোনাগাজী ও দাগনভুঞার আওয়ামীলীগ নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে লাঙ্গলের জন্য কাজ করছেন। নির্বাচনে বিজয়ি হতে পারলে অবশ্যই এসব নেতাকর্মীর কথা মনে থাকবে। ইনশাল্লাহ সোনাগাজী -দাগনভুঞা সিঙ্গাপুরে রুপান্তরিত করা হবে।
সোমবার বিকালে সোনাগাজী জিরোপয়েন্টে উপজেলা আওয়ামীলীগ সভাপতি- রুহুলআমিন’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রফিকুল ইসলাম খোকনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা আ.লীগ সভাপতি- আবদুর রহমান, এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী, কেন্দ্রিয় আওয়ামীলীগ নেতা জহির উদ্দিন লিপটন, অভিনেত্রী শমী কায়সার, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এমএ মজিদ ভুলুমিয়া, যুগ্ন সম্পাদক জহিরুল আলম, প্রচার সম্পাদক সৈয়দ দীন মোহাম্মদ প্রমুখ।