ফেনী প্রতিনিধি ॥
ফেনীর সদর উপজেলার দৌলতপুর গ্রামে বুধবার রাতে ৩ বাড়ীতে দুধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় সংঘবদ্ধ ডাকাত দল বাড়ীর বাসিন্দাদের জিম্মি করে প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
স্থানীয় এলাকাবাসী ও ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা যায়, ওই রাতে গ্রামের এনায়েত উল্লাহর নতুন বাড়ীতে এনায়েত উল্লাহর ঘরে রাত ১.৩০ মিনিটে ৮/১০ জনের সংঘবদ্ধ ডাকাত দল হানা দেয়। তারা ঘরের কলাপসিবল গেটের তালা ও দরজা ভেঙ্গে প্রবেশ করে গৃহকর্তা এনায়েত উল্লাহকে পিটিয়ে মাথা ফাটিয়ে পুকুরে ফেলে দেয়। বাড়ীর অন্য সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি ভেঙ্গে ৫ ভরি স্বর্ণালংকার ও মালামাল লুটে নেয়।
এনায়েত মিয়ার স্ত্রী পিছনের দরজা দিয়ে বের হয়ে পাশ্ববর্তী লোকজনদের ডাকলে তাদের চিৎকারে ডাকাতদল পালিয়ে যায়। একই ভাবে চৌধুরী পাড়া সাংবাদিক আহসান উল্লাহর বাড়ির মিজানের ঘরে প্রবেশ করে ২ ভরি স্বর্ণালংকার সহ প্রায় দুই লক্ষ টাকার মালামাল নিয়ে যায়।অপরদিকে আবদুল আউয়াল গাজী বাড়ীর আবদুল আউয়ালের ঘরে প্রবেশ ২ ভরি স্বর্ণালংকার ও মালামাল লুট করে।
ফেনী মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান,এই ধরনের ঘটনার কোন ধরনের অভিযোগ পাওয়া যায়নি।