ফেনী প্রতিনিধি :
বাংলাদেশ সেনাবাহিনী স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতিক। জাতীয় নির্বাচনে নিরপেক্ষ ভাবে দায়ীত্ব পালন করবেন।
ফেনীর দাগনভুঞায় মাসুদ চৌধুরীর সমর্থণে উপজেলা অাওয়ামীলীগের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের একথা বলেন। তিনি বিএনপির উদ্দেশ্যে বলেন, সেনাবাহিনীকে বিতর্কিত করবেন না। দাগনভুঞা ও সোনাগাজী বাসীর উদ্দেশ্যে তিনি বলেন, শেখ হাসিনার পছন্দের প্রার্থী মাসুদ চৌধুরীকে লাঙ্গলে ভোট দিলে এ অঞ্চলের সার্বিক উন্নয়ন হবে।
বিশেষ অতিথির বক্তব্যে নিজাম হাজারী এমপি বলেন, ফেনী-৩ আসনে সর্বাধিক যোগ্য ব্যাক্তিকে মহাজোট থেকে মনোনয়ন দিয়েছেন। তাকে নির্বাচিত করলে এ অঞ্চলের ভাগ্যের পরিবর্তন হবে। আলাউদ্দিন আহমেদ নাসিম বলেন, সকল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় জেনারেল মাসুদ চৌধুরীকে মনোনয়ন দিয়েছেন দেশরত্ন শেখ হাসিনা। উন্নয়নের নেত্রী শেখ হাসিনার সম্মানার্থে জেনারেল মাসুদ চৌধুরীকে বিজয়ি করতে হবে।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফেনী-৩ আসনে মহাজোটের প্রার্থী মাসুদ চৌধুরী বলেন, মহাজোট নেত্রী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনা আমাকে মনোয়নয় দিয়েছেন, অা’লীগের সাধারন সম্পাদক- ওবায়দুল কাদের, নিজাম উদ্দিন হাজারী এমপি ও আলাউদ্দিন আহমেদ নাসিম চৌধুরীর নির্দেশনায় সোনাগাজী ও দাগনভুঞার আওয়ামীলীগ নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে লাঙ্গলের জন্য কাজ করছেন। নির্বাচনে বিজয়ি হতে পারলে অবশ্যই এসব নেতাকর্মীর কথা মনে থাকবে।

সোমবার সকালে দাগনভুঞা আতাতু্র্ক উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামীলীগ সভাপতি- কামাল উদ্দিন’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জয়নাল অাবদীন মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা আ.লীগ সভাপতি- আবদুর রহমান, এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী, মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান আকরাম হোসেন, উপজেলা চেয়ারম্যান কামরুল আনাম, দিদারুল কবির রতন, সোনাগাজী পৌর মেয়র রফিকুল ইসলাম, দাগনভুঞার মেয়র ওমর ফারুক প্রমুখ।
#বাংলারদর্পন।