রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি :
জেলার রামগড় উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্ম বার্ষিকী বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে পালন করে।
জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সকাল সাড়ে ৯টায় রামগড় উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা চত্বর হইতে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ইসরাত এর নেতৃত্বে র্যালি বের হয। র্যালিটি রামগড়ের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে বিজয় ভাষ্কর্যে এসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,আওয়ামী লীগ নেতা,বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র,ছাত্রী বৃন্দ উপস্হিত ছিলেন।
র্যালি শেষে রামগড় উপজেলা টাউন হল মিলনায়তনে উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ রিয়াদ হোসেন এর সন্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ইসরাত এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে তিনি জীবনের সকল ক্ষেত্রে বঙ্গবন্ধুর আদর্শকে অনুসরণ করতে শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ মোহাম্মদ ফরহাদ, উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাসুদ মামুন, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মোহাম্মদ আবদুল হান্নান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মনির হোসেন, সাংবাদিক নিজাম উদ্দিন লাভলু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর রহমান প্রমুখ।
আলোচনা সভা শেষে চিত্রাংকন এবং কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদেরকে পুরষ্কার প্রদান করা হয়।