নোয়াখালীতে সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে ফেনী প্রেসক্লাবের মানববন্ধন ও সমাবেশ

ফেনী : 

নোয়াখালীর কোম্পানিগঞ্জের কাদের মির্জা-বাদল গ্রুপের সংঘর্ষ চলাকালে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরকে গুলি করে হত্যার প্রতিবাদে ফেনীতে প্রতিবাদ সভা ও মানববন্ধন করা হয়েছে।সোমবার (২২ফেব্রুয়ারী) বিকেলে ফেনী প্রেসক্লাবের উদ্যোগে  জসিম মাহমুদের সভাপতিত্বে শহরের শহীদ মিনার চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা অনতিবিলম্বে মুজাক্কির হত্যা মামলা গ্রহন করে আগামী ১ সপ্তাহের মধ্যে খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।

প্রেসক্লাব সাধারণ সম্পাদক এন এন জীবনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক  শুকদেব নাথ তপন, মানবাধিকার সম্মিলন’র  চেয়ারম্যান ফেনী জর্জ কোর্টের আইনজীবী এডভোকেট জাহাঙ্গীর আলম নান্টু, কবি ও সাহিত্যিক ইকবাল চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম ইউসুফ আলী, সহসভাপতি শেহাব উদ্দিন লিটন,

সহ সভাপতি সৈয়দ মনির আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম নিজাম উদ্দিন, কোষাধ্যক্ষ শাহাদাত হোসাইন, দপ্তর সম্পাদক এম শরীফ ভূঁইয়া, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, সাহিত্য সম্পাদক শফি উল্লাহ রিপন, ক্রীড়া সম্পাদক ওমর ফারুক, ধর্ম বিষয়ক সম্পাদক আহসান উল্লাহ, মহিলা বিষয়ক সম্পাদক সাহিদা সাম্য লিনা, সমাজকল্যাণ সম্পাদক তোফায়েল আহমেদ মিলন,

কার্যকরী সদস্য এম এ কাফি দিদার, হাসান মাহমুদ, নজির আহমদ, জসিম ফরায়েজি,  সদস্য এম এ মাজেদ, নাসির উদ্দীন, সাপ্তাহিক জনপ্রিয়’র নির্বাহি সম্পাদক ওবায়দুল হক,  ফুলগাজী প্রেসক্লাবের সভাপতি কবির আহাম্মদ নাছির,সোনাগাজী প্রেসক্লাবের সভাপতি গাজী হানিফ, দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি ছালাহ উদ্দিন, নজরুল একাডেমির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জাহাঙ্গীর, দৈনিক প্রভাতি খবর প্রতিনিধি আফতাব হোসেন ভুঞা ,সাপ্তাহিক শমসেরের নগরের সহ সম্পাদক আবদুল্লাহ রিয়েল, বার্তা সম্পাদক- ইকবাল হোসেন,  ,  মুক্তির একাত্তর নিউজের নির্বাহী সম্পাদক নুসরাত চৌধুরী,সহযোগী সম্পাদক ইয়ামিন চৌধুরী প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *