কুমিল্লার দেবীদ্বারে ইয়াবা ও গাজা সহ আটক ১জন

 

তানভীর আলম :

দ্বেবিদ্বার থানাধীন বড় আলমপুর এলাকা থেকে সোমবার সকালে এক মাদক বিক্রেতাকে ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়,দ্বেবিদ্বার থানার এসআই এনামুল হক,এএসআই আলাউদ্দিন, এএসআই সাইফুল ইসলাম,এর নেত্বৃতে থানা এলাকায় বিষেশ অভিযান করা কালিন,গোপন সংবাদের ভিত্তিতে বড় আলমপুর রাস্তার মাথায় দাড়িয়ে থাকা অবস্থায় আসামী,শামীম(২৮)পিতা:-মোসলেম উদ্দিন,সাং-প্রজাপতি,থানা-দ্বেবিদ্বার কে আটক করে তার পরনের লুঙ্গির পেচের মধ্য হইতে ১০০শত ইয়াবা এবং হাতে থাকা বেগের ভিতর থেকে ২কেজি গাজা উদ্ধার করা হয়।

তার বিরুদ্ধে দ্বেবিদ্বার থানায় এসআই এনামুল হক বাদীহয়ে ১৯৯০সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *