সুবর্ণচর  উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কাজী নজরুল ইসলাম

 

মোঃ ইমাম উদ্দিন (সুমন) নােয়াখালী প্রতিনিধি:

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৭ এ নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাধ্যমিক পর্যায়ে)  বরাবরের মতো এবারাে  নির্বাচিত হয়েছেন শহীদ জয়নাল আবদীন মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নজরুল ইসলাম।

তিনি ২০১৬ সনে ও উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হন। কাজী নজরুল ইসলাম  ১৯৯২ সনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীন চাঁদপুর সরকারি কলেজ থেকে বি.এস.সি ডিগ্রী অর্জন করেন। ১৯৯৭ সনে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে বি.এড ও ২০১২ সনে দারুন ইহসান বিশ্ববিদ্যালয় থেকে ¯স্নাতকােত্তর ডিগ্রী অর্জন করেন। ১৯৯৪ সনে কবিরহাট উপজেলা¯ কালা মুন্সী উচ্চ বিদ্যালয় শিক্ষকতা শুরু করেন। ২০০৯ সনে শহীদ জয়নাল আবদীন মডেল উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষাক হিসেবে এবং ২০১১ সনে একই বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে নিয়ােগ প্রাপ্ত হন।

ইতিমধ্যে তিনি প্রশাসনিক প্রশিক্ষণ, মাষ্টার ট্রেইনার সহ বিভিন্ন প্রশিক্ষণ সম্পন্ন করেন। বিভিন্ন সময় তিনি জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় শিক্ষক সমাজের দাবি ও চাহিদা সম্পর্কে লিখে পাঠক ফোরামে সমাদৃত হন। গত ২০১০ সাল থেকে তিনি জে.এস.সি ও এস.এস.সি পরীক্ষায় গণিত, কৃষি শিক্ষা, পদার্থ বিজ্ঞান ইত্যাদি বিষয়ে পরীক্ষক ও প্রধান পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

তিনি নােয়াখালী জেলার কবিরহাট পৌরসভার ৭নং ওয়ার্ডের একজন মুসলিম সম্ভ্রান্ত পরিবারে ১৯৭০ সনে জন্মগ্রহন করেন। ব্যক্তিগত জীবনে তিনি তিন কন্যা ও এক পুত্র সন্তানের জনক।

তাঁর এ অর্জনের জন্য তিনিই বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার হারুন অর রশিদ পরিচালনা কমিটির সদস্য মন্ডলী, ৫নং ইউনিয়ন চর জুবিলী ইউনিয়ন চেয়ারম্যান মােঃ হানিফ চৌধুরী বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, ছাত্র-ছাত্রী অভিভাবক, প্রাক্তন ছাত্র-ছাত্রী তথা বিদ্যালয়ের সকলের নিকট কৃতজ্ঞ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *