ফুলগাজীতে অপহৃত কলেজ ছাত্রী ছাগলনাইয়া উদ্ধার | বাংলারদর্পন

সাহাব উদ্দিন :

ফেনীর ফুলগাজীতে এক কলেজ ছাত্রীকে অপহরণের একদিন পর গত মঙ্গলবার (৫ মার্চ)  রাতে  ছাগলনাইয়া এলাকার একটি ভাড়াবাসা থেকে উদ্ধার করেছে পুলিশ।

এসময় মোজাফফর আহম্মদ ওরফে নিশান (২২) নামের একব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি ছাগলনাইয়া উপজেলার পাঠান নগর এলাকায়।

এ ব্যপারের সোমবার (৪ মার্চ) ওই ছাত্রীর মা বাদী হয়ে ফুলগাজী থানায় একটি  অপহরণের মামলা দায়ের করেন।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কুতুব উদ্দীন জানান , গত সোমবার ওই ছাত্রী বাড়ি থেকে কলেজে আসার পথে সিএনজি চালিত অটোরিকশা করে তুলে নিয়ে যায় কয়েকজন দুর্বৃত্ত।  এঘটনায়  গত ৪ মার্চ ওই ছাত্রীর মা বাদী হয়ে মোজাফফর আহমেদ ওরফে নিশানকে আসামি করে  থানায় অপহরনের মামলা দায়ের করেন।

ওসি বলেন, গোপণ সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে  পুলিশ পরদিন মঙ্গলবার রাতেই ছাগলনাইয়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে উদ্ধার করা হয়। এসময় অপহরণের  অভিযোগে মোজাফফর আহমেদ ওরফে নিশানকে গ্রেপ্তার করা  হয়।

তিনি আরও জানান , তার বিরুদ্ধে ২০১৪ সালে চট্টগ্রাম জেলার শীতাকুন্ড থানায় দায়ের করা একটি অস্ত্র মামলা ও ডাকাতির চেষ্টাসহ দুটি মামলা রয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা ফুলগাজী থানা পুলিশের সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) আনবিক চাকমা জানান, বুধবার (৬ মার্চ) ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষার পর ২২ ধারা জবানবন্দি রেকর্ড  করা হয়েছে। গ্রেপ্তার মোজাফফর আহমেদ ওরফে নিশানকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *