রামগড়ে ভূঁতুড়ে বিদ্যুৎ বিল : ক্ষতিগ্রস্ত গ্রাহকদের মানববন্ধন | বাংলারদর্পণ

মোশারফ হোসেন,রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি :
জেলার রামগড়ে সচেতন এলাকাবাসীর ব্যানারে অতিরিক্ত বিদ্যুৎ বিল, কাল্পনিক বিদ্যুৎ বিলের কারনে ক্ষতিগ্রস্থ গ্রাহকরা মানববন্ধন করেছে। আজ (রবিবার) বেলা ১২টায় রামগড় জিরো পয়েন্ট এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন রামগড় বিদ্যুৎ অফিস কোন প্রকার মিটার পর্যবেক্ষন না করে বছরের পর বছর বিদ্যুৎ বিল করে যাচ্ছে।

যার ফলে বেশিরভাগ বিদ্যুৎ গ্রাহকদের মিটারের রিডিং থেকে বেশি রিডিং এর বিল করছে। কোন কোন সময় ভুঁতুরে বিদ্যুৎ বিলও করা হচ্ছে,প্রতিকারের জন্য বিদ্যুৎ অফিসে গেলেও এর সমাধান পাওয়া যায়না। বরং পরের মাসে আরো বিল বাঁড়িয়ে বিল করছে। এদিকে পূর্ব চৌধুরী পাড়া মসজিদ পরিচালনা কমিটি নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করার পরও ১ লক্ষ ৬৩ হাজার ৩৭৫ টাকা কাল্পনিক ও হয়রানি মূলক বিদ্যুৎ বকেয়া বিল করার অভিযোগ করেন।

ফিরাজা বেগম নামে এক দরিদ্র বয়স্ক মহিলা জানান, এক বছর আগে যেখানে তার বিল আসতো ১৫০-২০০টাকা এখন সেখানে আসছে ১১০০-১২০০টাকা যা তার পক্ষে কখনও দেয়া সম্ভব নয়। মানববন্ধনে বক্তারা বিদ্যুৎ বিভাগকে অতিরিক্ত বিল ও ভূঁতুড়ে বিল বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানান অন্যথায় আগামীতে কঠোর কর্মসূচী দেয়ায় ঘোষণা দেন।

মানববন্ধনে বক্তব্য রাখে সহিদুল ইসলাম রিমন, এছাক মিয়া, ফিরোজা বেগম, মো. জাহাঙ্গির, মো. ফারুক, মো: রবিন ও মো. রায়হান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *