নোয়াখালীতে নতুন করে আরও ৬১ জনের করোনা শনাক্ত- বাংলারদর্পন

গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী :
নোয়াখালীতে করোনা আক্রান্ত হয়ে বেগমগঞ্জ উপজেলায় ১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে আরও ৬১ জন করোনা ভাইরাসে শনাক্ত হয়েছেন। গত চব্বিশ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৯ জন। এনিয়ে জেলায় মোট আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে-২১৫৩ জন, মৃত্যু-৪৪ জন ও সুস্থ হয়েছেন ৯৬৬ জন।

বুধবার (১ জুলাই) দুপুর ৩টায় বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।
তিনি বলেন, গত ২৮ ও ২৯ ই জুন তাদের শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষা জন্য আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) করোনা ল্যাবে পাঠানো হয়।

পরে ৩০ই জুন রাতে তাদের রিপোর্ট আসলে তাতে করোনা পজিটিভ আসে। আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন। তাদের মধ্যে ২৮ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে অস্থায়ী করোনা ভাইরাস হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে।

নিজ নিজ বাড়ীতে আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা-১১১৫ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *