বাহার উল্লাহ বাহার :
আমিরাবাদ ইউনিয়নের চরডুব্বা তেলি পুকুর – ভৈরব চৌধুরী – মানুমিয়ার হাট সংযোগ সড়কের কাজ সমাপ্ত হওয়ার পূর্বেই আবদুল মাঝি বাড়ীর পুকুর পাড়ে নির্মিত গার্ড ওয়ালটিতে ফাঁটল। ধ্বসে পড়তে পারে যে কোন মুহুত্বে ! সড়ক নির্মাণেও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছিল।
আমিরাবাদ ইউপি চেয়ারম্যান জহিরুল আলম জহিরের সাথে এ ব্যাপারে জানতে চাইলে তিনি জানান – আমি সরেজমিনে গিয়ে বিষয়টি দেখবো।
এলজিইডি সোনাগাজী উপজেলা প্রকৌশলী আবুল কাশেম এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান বিষয়টি আমি দেখবো এবং পূনরায় কাজ করে দেয়ার জন্য বলবো।

উল্লেখ্য সড়কটির নির্মাণ কাজ পায় ফেনীর এলাহি এন্টারপ্রাইজ। এলজিইডির অধীনে তেলিপুকুর – ভৈরব চৌধুরী – মানু মিয়ার হাট সংযোগ সড়কটি ৮৫০ মিটার দৈর্ঘ্য, পাকা করনের জন্য ৫৭ লক্ষ ৮৫ হাজার ৫৩৭ টাকা বরাদ্দ দেয়া হয়। সড়ক ও গার্ডওয়াল নির্মানে নিম্নমানের কাজের কারণে গার্ড ওয়ালে ফাটল দেখা যাওয়াতে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।