নোয়াখালীতে রেলওয়ের জায়গা উচ্ছেদ অভিযান ! সংবাদ সংগ্রহে বাধা

 

মো: ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী :

বাংলাদেশ রেলওয়ে নোয়াখালী ষ্টেশন এলাকার রেলওয়ে মালিকানাধীন দোকান ঘর উচ্ছেদ অভিযান পরিচালনা করেন, বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা পূর্ব বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত রেজা।

মঙ্গলবার দুপুর ১২টায় নোয়াখালী সোনাপুর রেলওয়ে ষ্টেশনের সামনে এ অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন সংবাদ সংগ্রহে বাধা দেন তিনি এবং নোয়াখালীর আঞ্চলিক পত্রিকা দৈনিক জাতীয় নিশানের সাংবাদিকের ক্যামেরার মেমোরী নিয়ে ভেঙ্গে ফেলেন । পরে সাংবাদিকদের তোপের মুখে পড়ে বাধা দেননি। দোকান মালিক আহম্মদ উল্যা জানান, প্লানভূক্ত প্লট নং ১৯ ও ২০ এর ১৬০ বঃ ফঃ ডি.ই.ও/চট্ট/ক্ষতিপূরন/৮৮৮/এ বর্ণিত ১০-১৬=১৬০ বর্গপূট ভ’মি ও দোকানগৃহ সংক্রান্ত লিগ্যাল নোটিস অনুযায়ী দাতার বিরুদ্ধে উচ্ছেদ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সুপ্রীম কোর্টের চীফ জাষ্টিসের নিকট বিচারাধীন ৩৭২৯/১৭ নং সিবিল পিটিশন ফর লীভ টু আপিল নিস্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত থাকার নির্দেশ দেন মহামান্য সুপ্রীম কোর্টের চীফ জাষ্টিস। কিন্তু মামলার বিচার প্রক্রিয়া শেষ হওয়ার আগে কেন এই উচ্ছেদ অভিযান চালনো হয়।

পরে দোকানের মালিক অভিযোগ করে বলেন, উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জোর পূর্বক ভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন বিভাগীয় ভ’-সম্পত্তি কর্মকর্তা পূর্ব বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত রেজা। উচ্ছেদের বিষয়ে জানতে চাইলে প্রথমে ক্যামেরার সামনে কিছু বলার নেই বলেন রে সাংবাদিকরা একাধিকবার বলার পর তিনি আদালতের দেয়া স্থগিতের নির্দ্দেশ অস্বিকার করে বলেন, মহামান্য সুপ্রীম কোর্টের চীফ জাষ্টিসের নিকট বিচারাধীন ৩৭২৯/১৭ নং সিবিল পিটিশন এর সকল বিচার কাজ শেষে মহামান্য প্রধান বিচার প্রতির নির্দেশ এ উচ্ছেদ অভিযান চালানো হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *