সোনাগাজী প্রতিনিধি >> সোনাগাজী উপজেলা পরিষদের সামনে তানজিম নামে ৮বছরের এক শিশুকে নির্মমভাবে নির্যাতন করা হয়। আজ সোমবার দুপুর ১২টায় করিম গ্যারেজে এই নির্যাতনের ঘটনা ঘটে।
জানাযায়, শিশু ছেলেটি করিম গ্যারেজে পূর্ব থেকে কাজ করতো। মালিকের নির্যাতন সহ্য না করতে পেরে শিশুটি বাড়িতে পালিয়ে যায়। পরে শিশুর অভাবী মা শিশুটিকে আবার গ্যরেজ মালিকের কাছে রেখে যায়।
সোনাগাজী মডেল থানার ওসি মোয়াজ্জেম হোসেন বাংলারদর্পন কে জানান, বার বার পালিয়ে যাওয়ায় অাজ শিশুটিকে ছবিতে দেখানো কায়দায় বেঁধে রাখে তার মা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশু ও গ্যারেজ মালিক করিমকে আটক করা হয়েছে। এবং মাকে থানায় ডাকা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে।
প্রত্যক্ষদর্শীরা এই ঘটনায় অভিযুক্ত গ্যারেজ মালিক করিম মিয়ার শাস্তি দাবি করেছে।