নিজস্ব প্রতিবেদক :
সোনাগাজীতে শাহাদাত হোসেন(২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে ১বছরের সাজা প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিনহাজুর রহমান।
সে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের দৌলতকান্দি গ্রামের মোশারফ হোসেনের পুত্র।
আজ সোমবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার মতিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই কারাদন্ড প্রদান করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিনহাজুর রহমানের নেতৃত্বে মতিগঞ্জ ইউপির ভাদাদিয়া গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী শাহাদাত হোসেন কে মাদকসহ হাতেনাতে আটক করে। এসময় এলাকাবাসীর উপস্থিতিতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাদক দ্রব্য আইনে মাদক ব্যবসায়ীকে ১ বছরের সাজা প্রদান করা হয়।
সোনাগাজী মডেল থানা পুলিশ জানায়- ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড দেওয়ার পর তাকে ফেনী জেলা আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।