প্রেস বিজ্ঞপ্তি:
দেশের জনবহুল প্রচারিত জাতীয় দৈনিক আমার কাগজ পত্রিকার ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ফেনীতে দিনব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (৫জুলাই) সকালে এক বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফেনী ডক্টর রিক্রেশনক্লাবে এক আলোচনা সভায় মিলিত হয়।
আয়োজিত কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান।
পত্রিকার ফেনী জেলা প্রতিনিধি মো. আলাউদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান বলেন, আমার কাগজ পত্রিকাটি একটি সুনামধন্য পত্রিকা। এ পত্রিকার সম্পাদক ফজলুল হক ভূঞা রানা তার আট পৃষ্ঠার পত্রিকার মাধ্যম দেশ ও সরকারের সম্ভাবনাময় খবর প্রকাশ করেন। তিনি বলেন, আমি কখনও দেখিনি এ পত্রিকাতে দেশের সুনাম নষ্ট হয় ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন নিউজ ছাপাতে। পত্রিকাটিতে সবসময় ইতিবাচক
ও সরকারকে বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরেন। তিনি আরো বলেন, সম্পাদকের বাড়ি যদিও ফেনীতে হয়, আমার কাগজ ১৭ তম বছরে সারাদেশের সকল স্তরের জনগণের গণমানুষের মুখপত্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
এদিকে বিশেষ প্রতিনিধি হিসেবে বক্তব্যে প্রদানকালে ফেনী জেলা পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী বলেন, হাঁটি হাঁটি পা পা করে জনপ্রিয় দৈনিক আমার কাগজ পত্রিকাটি ১৭ তম বছরে পদার্পণ করেছে। আমার কাগজ পত্রিকাটি ফেনীর নানা সমস্যার কথা ও সম্ভাবনার কথা তুলে ধরে। তিনি বলেন, পত্রিকার সম্পাদক ফজলুল হক ভূঞা রানা, তিনি তার পত্রিকার মাধ্যম বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নের কথা প্রকাশ করেন। পাশাপাশি এই পত্রিকাতে আমি দেখি বাংলাদেশকে যারা জীবন দিয়ে স্বাধীন করেছেন, তাদের বিষয় নিয়ে সম্পাদক নিজেই সত্য ঘটনা তুলে ধরেন।
ফেনী প্রতিনিধি মো. আলাউদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফেনী জেলা আওয়ামীলীগ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন,
ফেনী প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক দিলদার হোসেন স্বপন, ফেনী রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দিন, ফেনী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক জাফর উল্যাহ, দৈনিক আজকালের খবর ও দৈনিক জাগরণের জেলা প্রতিনিধি এ কে আজাদ, ফেনী পৌর ৭নং ওয়ার্ড কাউন্সিলর আমির হোসেন বাহার, কাউন্সিলর হারুন অর রশিশ মজুমদার লায়ন্স স্পোটিং ক্লাবের সভাপতি রফিকুল হক নিপু আমার কাগজের ষ্টাফ রিপোটার নাজমুল হক ভুইয়া, আমার কাগজের ষ্টাফ রিপোটার মাহবুবুর রহমান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ফেনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনএন জীবন, ফেনী সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সিদ্দিক আল মামুন, দৈনিক ফেনীর সময় বার্তা সম্পাদক এম এ জাফর,আবদুল কাদের মজুমদার, আমির হোসেন,মিজানুর রহমান,আবুল কাসেম মজুমদার,নরুল আফছার ভুইয়া,মোঃ জুয়েল,মোঃ মনির,মোঃ বোরহান উদ্দিন মজুমদার, সহ বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আলোচনা শেষে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ কেক কেটে দৈনিক আমার কাগজের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করেন। এর আগে একটি বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়।