নিউজ ডেস্ক :
শিক্ষাক্ষেত্রে অসাধারণ অবদান রাখার জন্য প্রতি বছর বিশ্বের ৫০ জন নারী শিক্ষাবিদকে এই সম্মাননায় ভূষিত করা হয়ে থাকে। জুরি বোর্ডে বিশ্বের বিভিন্ন দেশের স্বনামধন্য শিক্ষাবিদ, গবেষক এবং পেশাজীবীগণ পুরস্কার প্রাপ্তদের মনোনয়ন দিয়ে থাকেন।
ড. তুরিন আফরোজ ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে আইনের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। গত ১৯ বছর ধরে তিনি দেশে এবং বিদেশে আইনের শিক্ষকতা করে আসছেন।
এর আগে তিনি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন সিডনি ও মনাশ বিশ্ববিদ্যালয়ে এবং বাংলাদেশে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে শিক্ষকতা করেছেন।
ড. তুরিন আফরোজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর।