তানভীর আলম :আসছে আগামী ৬মার্চ কুমিল্লার সদর উপজেলা পরিষদের উপনির্বাচনে,ব্যাস্ত সময় পার করছেন প্রার্থীরা, নির্বাচনি এলাকার বিভিন্ন জায়গা নেতাকর্মীদের নিয়ে চষে বেড়াচ্ছেন প্রার্থীরা,তবে বড় দুই দলের মধ্যে ক্ষমতাসীন দলের প্রার্থী সাবেক ভাইস চেয়ারম্যান, জনাব আমিনুল ইসলাম টুটুলের প্রচারনা ও গনসংযোগ বেশি দেখা যাচ্ছে,অপরদিকে

বিএনপি সমর্থিত প্রার্থী, রেজাউল কাইয়ূমের প্রচারনা এত বেশি না থাকলেও লোকমুকে প্রচারন খুব খারাপ নয়,বর্তমানে কুমিল্লায় বইছে শুধুই ভোটের হাওয়া,একদিকে উপজেলা উপনির্বাচন অপরদিকে চলছে কুসিক নির্বাচনের জমজমাট আলোচনা এবং প্রচারনা,তবে ভোটতো ভোটারদের হাতেই এখোনো।