ছাগলনাইয়ায় স্ত্রীর মৃত্যু বার্ষিকীর অনুষ্ঠানের প্রস্তুতি কালে বৃদ্ধের মৃত্যু

অাবদুল্লাহ রিয়েল নিজস্ব প্রতিবেদক:ফেনীর ছাগলনাইয়া উপজেলার নিজপানুয়া গ্রামে স্ত্রীর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে প্রীতি ভোজের অায়োজন চলাকালে শুক্রবার রাতে নিজ বাড়ীতে মৃত্যুবরন করেন আফরোজ হোসেন লাতু মিয়া (৯৪)। তিনি উপজেলার রাধানগর ইউনিয়নের নিজপানুয়া গ্রামের তোহসিলদার বাড়ির বাসিন্দা ও চট্টগ্রামস্থ চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের কারখানা ম্যানেজার মাহবুব হোসেন মজুমদার পিতা ।
শনিবার যোহরের নামাজ শেষে মরহুমের বাড়ির দরজায় জামে মসজিদ প্রাঙ্গণে জানাযা শেষে দাপন সম্পন্ন হয়।
জানাজায় চৌধুরী গ্রুপের জিএম ও চট্টগ্রাম মহানগর অা’লীগ নেতা জুলফিকার আলী মাসুদ, রাধানগর ইউনিয়নের চেয়ারম্যান মাহবুব মজুমদার, সাংবাদিক সৈয়দ মনির অাহমদ, মার্চেন্ডাইজার ম্যানেজার কায়েদে অাজম, কমার্শিয়াল ম্যানেজার হারুন রশিদ, এইচআর ম্যানেজার নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যাবসায়ী আইয়ুব খান সহ স্থানীয় সহস্রাধিক মুসুল্লি অংশ গ্রহন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *