নান্দাইলে গোপনে দুটি মসজিদের বারান্দার গ্রিল ও দরজা তৈরি করে দিয়েছেন এমপি তুহিন

 

 

 

ময়মনসিংহ প্রতিনিধিঃ নান্দাইল হইতে জাহাঙ্গীরপুর সিডস্টোর বাজার সড়কের পার্শ্বে  পৌরসভার গারুয়া ভাটুয়াপাড়া জামে মসজিদ এবং সিংদই মুন্সীবাড়ী জামে মসজিদ অবস্তিত।

 

এই রাস্তা দিয়ে মাননীয় সাংসদ জনাব আনোয়ারুল আবেদীন খান তুহিন এমপি মহোদয় গ্রামের বাড়িতে যাতায়াত করেন। মসজিদ দুটি এলাকাবাসির সহযোগিতায় নির্মান কাজ শুরু হয়। কিন্তু দীর্ঘদিন ধরে মসজিদ দুটি অরক্ষিত অবস্থায় ছিল। বারান্দার গ্রিল এবং দরজা জানালা ছিল না।। রাস্তা দিয়ে যাতায়াতের সময় বিষয়টি মাননীয় সাংসদের নজরে আসে। মাননীয় মসজিদ কর্তৃপক্ষের কাউকে না জানিয়ে মিস্ত্রী এনে মাপের কাজ করিয়ে গ্রিল এবং দরজা বানিয়ে পাঠিয়ে দেন।

 

এতে এলাকার ধর্মপ্রাণ মুসুল্লীগণ খুবই খুশি হয়েছে। এলাকাবাসির অনেকেই বলেন, এমন সংসদ সদস্য পেয়ে আমরা গর্বিত।

 

এ ব্যাপারে সাংসদ তুহিন জানান,গ্রামের বাড়িতে যাতায়াতের সময় দীর্ঘদিন ধরে মসজিদ দুটিকে অরক্ষিত দেখে, আমি নিজ উদ্যোগে গ্রিল এবং দরজা তৈরি করতে মিস্ত্রীকে খবর দেই এবং তৈরি করার নির্দেশ প্রদান করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *