ডেস্ক রিপোর্ট : ১৪ জানুয়ারি ২০১৮। – সারাদেশে মাদকদ্রব্য উদ্ধার অভিযানে তৃতীয় স্থান অর্জন করেছেন ফেনী জেলা পুলিশ প্রশাসন।
০৮ জানুয়ারী রাজারবাগ পুলিশ লাইন্সে অনুষ্ঠিত পুলিশ সপ্তাহে মাদকদ্রব্য উদ্ধার অভিযান ২০১৭ সালের বাছাই পর্বে ফেনী জেলা পুলিশ (খ-গ্রুপে) সারাদেশের মধ্যে তৃতীয় স্থান অর্জনের ঘোষণা দেয়া হয়।অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল একেএম শহীদুল হক, বিপিএম, পিপিএম ফেনীর পুলিশের এ স্বীকৃতির জন্য পুলিশ সুপার এস.এম জাহাঙ্গীর আলম সরকারকে প্রশংসাপত্র ও ক্রেষ্ট তুলে দেন।
জেলা পুলিশের এমন প্রশংসনীয় অর্জন লাভ করায় পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার জেলার সকল অফিসার ইনচার্জসহ সর্বস্তরের পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।