নিজস্ব প্রতিবেদকঃ ফেনীর সোনাগাজী উপজেলার অামিরাবাদ ইউনিয়নের কৃতিসন্তান বীর মুক্তিযোদ্ধা আতিক উল্ল্যাহ। ১৯৭১ সালে বাঙ্গালী জাতির জনক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদাত্ত আহবানে সাড়া দিয়ে বাংলার স্বাধীনতা, স্বার্বভৌমত্ব আদায়ে নিজের জীবনকে বাজি রেখে আমিরাবাদ ইউনিয়ন থেকে মহান স্বাধীনতা যুদ্ধে অংশ গ্রহনকারী এক বীর সেনার গর্বিত নাম।
১৯৫৬ সালে জম্ম গ্রহনকারী মুক্তিযোদ্বা আতিক উল্ল্যাহর বাবা মরহুম ওয়াজি উল্ল্যাহ ছিলেন, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা ডাক্তার। কলকাতায় থাকা কালিন তাঁর সাথে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।
মুক্তিযুদ্ধের সময় আতিক উল্ল্যাহর বাড়ীর ( বর্তমান ওলি উল্ল্যাহ মুন্সী বাড়ির) কাচারি ঘর ছিল অত্র অঞ্চলের মুক্তি বাহিনীর ক্যাম্প। যুদ্ধ পরবর্তী সময়ে অত্র এলাকার সুষ্ঠু আওয়ামী রাজনীতির ধারক ও বাহকদের একজন ছিলেন মুক্তিযোদ্বা আতিক উল্ল্যাহ ।
প্রচার বিমুখ এই বীরসেনা ১৯৯৮ সালে আমিরাবাদ ইউনিয়ন পরিষদ সদস্য নির্বাচিত হন। সরকার পরিবর্তনের পর দুঃসময়ে ২০০১ থেকে ২০০৩ সাল পর্যন্ত সাড়ে ৩ বছর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ২০০২ সালে ফেনী জেলার শ্রেষ্ঠ সৎ চেয়ারম্যান মনোনীত হন। শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে বিবিসি বাংলার কার্যালয়ে আমন্ত্রিত অতিথি হয়ে সাক্ষাতকার প্রদান করেন ও তাদের প্রদত্ত ক্রেষ্ট গ্রহন করেন। মুক্তিযোদ্ধা আতিক উল্ল্যাহ আমিরাবাদ শেখ রাসেল স্মৃতি সংসদ প্রতিষ্ঠা করেন।
মুক্তিযোদ্ধা আতিক উল্ল্যাহ দীর্ঘদিন সোনাগাজী থানা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদকের দায়িত্বে ছিলেন। বর্তমানে আহমদ পুর নুর নবী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও চরকৃঞ্চজয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন।
২ ছেলে আর ২ মেয়ের আদর্শ পিতা তিনি। বড় ছেলে মোঃআবদুল্লাহ আল নোমান বর্তমানে এমএসসিতে অধ্যয়নরত। নোমান সোনাগাজী মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর যুগ্ন আহবায়ক ও আমিরাবাদ ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন। বড় মেয়ে অ্যামেরিকা, ছোট ছেলে ও মেয়ে মাদ্রাসায় অধ্যায়নরত।
আমিরাবাদ ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আতিক উল্ল্যাহর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় সকলের দোয়া চেয়েছেন তাঁর বড় ছেলে নোমান।