ছাত্রলীগের নির্বাচন সমন্বয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় দায়ীত্বে  সাজ্জাদ হোসাইন

চট্টগ্রাম ব্যুরো :

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামন রেখে কেন্দ্রীয় ছাত্রলীগের গঠিত ‘বিভাগীয় নির্বাচন পরিচালনা ও সমন্বয় কমিটি’র চট্টগ্রাম বিভাগের দ্বায়িত্ব পেয়েছেন চট্টগ্রামের পাঁছলাইশ থানার কৃতি সন্তান সাজ্জাদ হোসাইন।

 

তিনি চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার নির্বাচন পরিচালনা ও সমন্বয়কের দ্বায়িত্ব পালন করবেন।

তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের গত কমিটির সদস্য ছিলেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের যুগ্ম সাধারন সম্পাদকের দ্বায়িত্ব পালন করেন। দুই সদস্য বিশিষ্ট এই কমিটির অপর সদস্য হলেন, সাদ বিন কাদের।

 

এ বিষয়ে সাজ্জাদ হোসাইন বলেন, ২০১৮ সালের এই নির্বাচনটি বাংলাদেশের জন্য ১৯৭০ সালের নির্বাচনের মত মহাগুরুত্বপূর্ণ। আমাদের ৩০০ টি আসন ভিত্তিক পরিকল্পনা আছে এবং সে পরিকল্পনার ভিত্তিতে আমরা কাজ করবো। ছাত্রলীগ দেশরত্ন শেখ হাসিনার ভ্যানগার্ড। পূর্বের ধারাবাহিকতায় ছাত্রলীগ এবারও সাধারণ শিক্ষার্থীদের সম্পৃক্ত করে নৌকার প্রার্থীকে বিজয়ী করে ঘরে ফিরবে।

 

প্রসঙ্গত, সোমবার রাতে ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *