এম,তানভীর আলম :
কুমিল্লার কোতয়ালী থানাধীন ছত্রখিল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শাহীন কাদির এর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্সসহ ৯৭ পিস ইয়াবা (মাদক ) ট্যাবলেট সহ কোতয়ালী মডেল থানাধীন বামাইল গ্রামের আব্দুস সালাম এর পূত্র জসিম (৪২) কে গ্রেফতার করেন।
এ বিষয়ে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হইয়াছে।