পল্লী বিদ্যুতের প্রধান প্রকৌশলী হলেন সোনাগাজীর জহিরুল ইসলাম | বাংলারদর্পন 

ফেনী প্রতিনিধি :

বাংলাদেশ পল্লী বিদ্যুৎ এর  প্রধান প্রকৌশলী হলেন সোনাগাজীর মোঃ জহিরুল ইসলাম। আজ বৃহস্পতিবার পল্লী বিদ্যুতের এক প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেওয়া হয়। মোঃ জহিরুল ইসলাম সোনাগাজী উপজেলার সদর ইউনিয়নের সুজাপুর গ্রামের মুক্তিযুদ্ধের সংগঠক ও সোনাগাজী উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক হাজী আব্দুস সালাম মিয়ার কনিষ্ঠ পুত্র।

 

তিনি সোনাগাজী জাবের পাইলট হাই স্কুল থেকে এসএসসি,ঢাকা তিতুমীর কলেজ থেকে এইচ,এসসি ও রাজশাহী ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস করেন।

 

তিনি বাংলাদেশ পল্লী বিদ্যুতে উপ পরিচালক পদে যোগদান করেন ,পরবর্তীতে পরিচালক ও অতিরিক্ত চীপ ইঞ্জিনিয়ার পদোন্নতি লাভ করেন,বর্তমানে  চীপ ইঞ্জিনিয়ার এর পাশাপাশি তিনি গুরুত্বপূর্ণ এসপিএস এর পরিচালক এর অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।

 

তিনি প্রতিষ্ঠানের কাজে আমেরিকা ,নরওয়ে ,চীন, থাইল্যান্ড, ভারত বিভিন্ন দেশ সফর করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *