ছোট ফেনী নদী ভাঙ্গন ভয়াবহ : বাঁকা নদী সোজাকরণ সময়ের দাবী | বাংলারদর্পণ

মো: আমির হোসেন আমু :
ছোট ফেনী নদীর কয়েক স্থানে নদী ভাঙ্গন আজ ভয়াবহ রুপ ধারন করেছে। ফলে নদী তীরবর্তী বসবাসকারী অসহায় ভুমিহীন,হতদরিদ্র মানুষজন অব্যাহত ভাঙ্গনের কবলে দিশেহারা হয়ে পড়েছে।

সোনাগাজীর চরদরবেশ ইউনিযনের উত্তর চরসাহাভিকারীস্থ কাজিরহাট পুরাতন বাঁশবাজার এলাকা এবং ছোট ফেনী নদী (সাহেবের ঘাঁট) ব্রিজ এর নীচে সহ উত্তর-পূর্বাংশে বিস্তীর্ণ এলাকা ভেঙে নদী গর্ভে বিলীন হযে গেছে। এতে নদী বেশ বাঁকা হয়ে পূর্বপাড়ের বিশাল জনপদ বিনষ্ট হচ্ছে।

অনুসন্ধানী তথ্য ও এলাকাবাসীর অভিযোগ সুত্র মতে, ব্রিজ এর সন্নিকট হতে অসাধু বালু খেকো চক্রের বালু উত্তোলন এবং ব্রিজের তলে মধ্যবর্তী স্থান বরাবর উত্তর-দক্ষিণে সোজাকরে খাল খনন করে বাঁকা নদী সোজাকরণ না হওয়ায় ভাঙন অব্যাহত রয়েছে।

অপরদিকে কাজিরহাট এলাকায় বর্তমানে নদীর অবস্থান পাকা সড়ক হতে মাত্র একশ ফুট দুরত্বের মধ্যে। তাই আগামী বর্ষা মৌসুমেই কাজিরহাট- কারামতিয়া বাজার টু ওলামাবাজার সড়কটি নদী করাল গ্রাসে নিপতিত হবার সমুহ আশংকা দেখা দিয়েছে।

ইতোমধ্যে বহু ঘরবাড়ি, ফসলী জমি, কাচা সড়ক,স্থাপনা নদীগর্ভে নি:শেষ হয়ে গেছে।

এমতাবস্থায় বড় ফেনী নদীর পাইলট প্রকল্পের আদলে ছোট ফেনীর বাঁকা নদী সোজাকরণের লক্ষ্যে জরুরি ভিত্তিতে প্রকল্প বাস্তবায়নের জন্য মাননীয় সংসদ সদস্য, পানি উন্নয়ন বোর্ড, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক এবং সংশ্লিষ্ট সকলের সদয় দৃষ্টি আকর্ষণ করছেন ক্ষতিগ্রস্ত মানুষ,সচেতনমহল সহ আপামর এলাকাবাসী। যা আজ সময়ের প্রধান দাবী।

লেখক :
আমির হোসেন আমু, শিক্ষক ও কলামিস্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *