মুহাম্মদ অালাউদ্দিন >>>
কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মহান মাের্শেদ আওলাদ রাসূল হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহ্ আহমদী মােদ্দাজিল্লুহুল আলী বলেছেন, যুব সমাজের অবক্ষয়ের ফলে সর্বত্র সামাজিক অপরাধ যেভাবে বেড়েই চলছে, এর থেকে পরিত্রাণের উপায় রয়েছে কাগতিয়া দরবার। এ দরবারের আধ্যাত্মিক ব্যবস্থাপনায় মানবীয় গুণাবলীর বিকাশ ঘটে, যুব সমাজকে পরিশীলিত জীবনযাপনের দিকে ধাবিত করে।
তিনি আজ ৯ আগষ্ট বুধবার চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ চত্বর এশায়াত মাহফিল হাজারাে নবীপ্রমিক মুসলমানের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
তিনি আরও বলেন, তথ্য-প্রযুক্তির অপব্যবহার, অনইসলামিক জীবনযাপন, সর্বােপরি কােরআন-সুন্নাহ্র অনুসরণ থেকে দূরে সরে যাওয়ার ফলে আজ সমাজ অপরাধপ্রবণতা বেড়ে গেছে। এ সংকট থেকে উত্তরণের পথ দেখাবে গাউছুল আজম (রাঃ)’র দর্শন কাগতিয়া তরিক্বত।
কাগতিয়া দরবারের প্রতিষ্ঠাতা খলিলুল্লাহ আওলাদ মােস্তফা খলিফায় রাসূল হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম (রাঃ) স্মরণ আয়ােজিত এ মাহফিলের আয়ােজন করে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ৪১নং চট্টগ্রাম মহানগর শাখা। মাহফিল বিশেষ অতিথি ছিলন বাংলাদেশ বিশ্ব^বিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারশন এর সহ-সভাপতি প্রফসর ড. মাহাম্মদ আবুল মনছুর, গাছবাড়ীয়া সরকারি কলজ ইংরজি বিভাগর প্রধান অধ্যাপক মাহাম্মদ কামরুল হাসান প্রমুখ।
এতে বক্তব্য রাখেন মুনিরীয়া যুব তবলীগ কমিটি ওলামা পরিষদের সভাপতি হযরতুলহাজ্ব আল্লামা মুফতি মােহাম্মদ ইব্রাহীম হানফি, সচিব হযরতুলহাজ্ব আল্লামা মুফতি মােহাম্মদ আনােয়ারুল আলম সিদ্দিকী, কাগতিয়া এশাতুল উলুম কামিল এম এ মাদরাসার মুহাদ্দিস আল্লামা মােহাম্মদ আশকুর রহমান প্রমূখ।
মাহফিল শহরের গণ্যমান্য ব্যক্তি, আলম, শিক্ষাবিদ, ব্যবসায়ী, ছাত্র ছাড়াও সর্বস্তরর নবীপ্রেমিক হাজার হাজার মুসলমান উপ¯িত ছিলেন। মাগরিবের আগেই মাহফিলের কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মিলাদ ও কিয়াম শেষে প্রধান অতিথি দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহ্র ঐক্য, সুখ, শাÍি ও সমৃদ্ধি এবং গাউছুল আজম (রাঃ)’র ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত করেন।